ছাতকে খামার যান্ত্রিককরন প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত

0
264

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ

ছাতকে কৃষি বিভাগের উদ্যোগে খামার যান্ত্রিককরন প্রকল্পের আওতায় কম্বাইন হারভেষ্টারের কার্যকারীতে বিষয়ক এক মাঠ দিবস গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কালারুকা ইউনিয়নের সিকন্দরপুর মাঠে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় দু’শতাধিক কৃষকদের নিয়ে অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম বদরুল হক কৃষকদের উদ্দেশ্যে বলেন, কম্বাইন হারভেষ্টার অল্প সময়ে কম খরচে ধান কাটার একটি আধুনিক যন্ত্র। এক কেদার জমির ধান কাটতে যেখানে ৩হাজার টাকা খরচ হয় সেখানে কম্বাইন হারভেষ্টারে মাত্র ১হাজার থেকে দেড় হাজার টাকা খরচেই ধান কাটা ও মাড়াই সম্ভব। কম্বাইন হারভেষ্টার থাকলে কৃষকদের শ্রমিক সংকটের বিষয় নিয়ে ভাবতে হবে না। দ্রত সময়ের মধ্যে ধান কাটতে ও মাড়াই করতে কম্বাইন হারভেষ্টার কৃষকদের খুবই প্রয়োজন। বর্তমান কৃষি বান্ধব সরকার শতকরা ৭০ ভাগ ভতুর্কী দিয়ে কৃষকদের হাতে কম্বাইন হারভেষ্টার তুলে দিচ্ছে। এসময় ইউপি চেয়ার‌্যমান অদুদ আলম, উপ সহকারী কৃষি কর্মকর্তা পদ্মমোহন সিংহ, শামীম চৌধুরীসহ স্থানীয় কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here