ছাতকে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস পালন

0
203

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা প্রাথমিক কর্মকর্তা মানিক চন্দ্র দাসের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীবের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ। বক্তব্য রাখেন, মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, বাগবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্য রঞ্জন দাস, শিক্ষক পঙ্কজ দত্ত, মাহবুবুল হক প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন তিলওয়াত করেন ইমাদ উদ্দিন মানিক, সভায় জগঝাপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগৎ জ্যোতি ভৌমিক, শিমুলতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সোহাগ, খুরমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল ইসলাম পলাশ, আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমান, গনেশপুর সরকারী বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়ছল আহমদ, নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজ্জাদ আহমদ, ঝামক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here