ছাতকস্থ লাফার্জের অভ্যন্তরে বিনা টেন্ডারে চলছে এগ্রিগেট প্রজেক্টের কাজ

0
740

হাবিবুর রহমান নাসির, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধিঃ
ছাতকস্থ লাফার্জ হোলসিম সিমেন্ট কারখানার অভ্যন্তরে বিনা টেন্ডারে একটি বৃহৎ ক্রাসার মিল স্থাপনের প্রক্রিয়া চলছে। বিনা টেন্ডারে প্রায় ৫০ কোটি টাকার এ প্রজেক্ট জামিল ইকবাল নামের এক ঠিকাদারী প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এখানে লাফার্জ সুরমা সিমেন্ট কারখানা স্থাপনের পর থেকে কারখানায় খাবার সরবরাহ থেকে শুরু করে প্রতিটি কাজই টেন্ডার প্রক্রিয়ায় সম্পন্ন করতে দেখা গেছে। স্বচ্ছাতার বিষয়টি মাথায় রেখেই বিদেশী বিনিয়োগকারী এ প্রতিষ্ঠানের প্রত্যকটি বিষয়ই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে করে আসছে। কিন্তু কারখানার অভ্যন্তরে বিনা টেন্ডারে একটি বৃহৎ ক্রাসার মিল স্থাপনে স্বচ্ছতার ঘাটতি রয়েছে বলে অভিযোগ তুলেছেন কারখানার একজন প্রতিষ্ঠিত ঠিকাদার। বিনা টেন্ডারে প্রজেক্টের কাজ দেয়ায় লাফার্জ সংশ্লিষ্ট ছাতকের ব্যবসায়ীরা ন্যায্য অধিকার থেকে বি ত হচ্ছে মর্মে রোববার লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের সিইও বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন কারখানার একজন প্রতিষ্ঠিত ঠিকাদার এমডি কামাল চৌধুরী। অভিযোগে থেকে জানা যায়, টেন্ডার ছাড়া অনেকটা গোপনীয়তা অবলম্বন করে এগ্রিগেট প্রজেক্টের কাজ দেয়া হয়েছে। এশিয়ার বৃহৎ সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ছাতকে হওয়ায় ব্যবসায়ী ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ীরা অগ্রাধিকার পাওয়ার দাবী রাখে। কারখানার স্বার্থে স্থানীয়রা জমির মাটি দিয়ে কারখানাকে সচল রেখেছে এখানের মানুষ। কারখানা প্রতিষ্ঠার পর থেকে এ প্রথম কোন কাজ বিনা টেন্ডারে গোপনভাবে দেয়া হয়েছে। প্রকল্পের কাজটি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে দেয়ার জন্য তিনি কারখানার উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগকারী কামাল চৌধুরী জানান, কারখানার স্বচ্ছতার স্বার্থে প্রকল্পের কাজটি টেন্ডারের মাধ্যমে দেয়া উচিৎ। টেন্ডার ছাড়া গোপনভাবে কাজ দেয়া কাখানার স্বচ্ছতার পরিপন্থি। বিষয়টি তিনি কারখানার সিইওকে ব্যক্তিগতভাবে অবগত করেও কোন ফল হয়নি। এ ব্যাপারে কারখানার বিজনেস ডেভলাপমেন্ট ডিরেক্টর নাইমুল বাছিতের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি একটি গুরুত্বপূর্ন মিটিংয়ে আছেন বলে এ প্রতিনিধির পরিচয় নিয়ে ফোন কেটে দেন।##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here