চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ২৫ দিনের জামিন খালেদা জিয়ার

0
275

খবর ৭১ঃ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ৪ জুন পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বকশিবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে এ আদেশ দেন বিচারক আখতারুজ্জামান।
এদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, খালেদা জিয়াকে বারবার আদালতে হাজির না করায় মামলার কার্যক্রম বিলম্বিত হচ্ছে। এ জন্য বিশ্বের অন্যান্য দেশের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মামলার কার্যক্রম পরিচালনা করতে বিচারপতির প্রতি আহ্বান জানান তিনি।
আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান,বাংলাদেশের আইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ধরনের মামলা পরিচালনার কোনো সুযোগ নেই। পাশাপাশি এ মামলায় খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য জামিনের আবেদন করেন তিনি।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here