চৌদ্দগ্রামে ঘুমন্ত শ্রমিকের ওপর কয়লা বোঝাই ট্রাক, নিহত ১৪

0
281

খবর ৭১ঃ কুমিল্লার চৌদ্দগ্রামে কয়লাভর্তি একটি ট্রাক উল্টে ১৪ শ্রমিক নিহত হয়েছেন। আজ সকাল সোয়া ৫টার দিকে উপজেলার ছুপুয়া-নালঘর সড়কের পাশে নারায়নপুর গ্রামে অবস্থিত কাজী এন্ড কোং প্রকাশ মজুমদার ফিল্ডে এ ঘটনা ঘটে। ঘটনার সময় নিহত শ্রমিকরা কয়লাস্তূপের পাশে একটি ঘরে ঘুমিয়ে ছিলেন। ট্রাকটি কয়লা নামানোর সময় আকস্মিক ঘরের ওপর উল্টে পড়লে এ দূর্ঘটনা ঘটে। শ্রমিকদের সবার বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলায়।
সূত্র জানায়, শুক্রবার ভোর সোয়া পাঁচটায় কয়লাভর্তি ট্রাক (ঢাকামেট্রো-ট-১৬-০১১৪) থেকে কয়লা নামানোর প্রস্তুতি নিচ্ছিলেন শ্রমিকরা। হঠাৎ করে ট্রাকটি উল্টে ঘুমন্ত শ্রমিকদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলে ১৩ শ্রমিক নিহত ও ৩ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রঞ্জিত (৪৫) নামে আরও এক শ্রমিক মারা যান।
নিহতরা হলেন- নীলফামারী জেলার জলঢাকার উপজেলার নিজপাড়া গ্রামের সুরেশ চন্দ্র রায়ের ছেলে রঞ্জিত চন্দ্র রায় (৩০), সুনীল চন্দ্র রায়ের ছেলে তপন চন্দ্র রায় (২৫), জাহাঙ্গীর আলমের ছেলে মো. সেলিম (২৮), রাম প্রসাদের ছেলে বিপ্লব (১৯), কিশোর চন্দ্র রায়ের ছেলে শংকর চন্দ্র রায় (২২), অমল চন্দ্র রায়ের ছেলে দিপু চন্দ্র রায় (১৯), কামিক্ষার ছেলে অমিত চন্দ্র রায় (২০), পাঠানপাড়া গ্রামের নুর আলমের ছেলে মোরসালিন (১৮), ফজলুল করিমের ছেলে মো. মাসুম(১৮), শিমুলবাড়ি গ্রামের মনোরঞ্জন চন্দ্র রায় (১৯), খোকা চন্দ্র রায়ের ছেলে মৃণাল চন্দ্র রায় (২১), রাজবাড়ি গ্রামের খোকা চন্দ্র রায়ের ছেলে বিকাশ চন্দ্র রায় (২৮), ধলু চন্দ্র রায়ের ছেলে কলেক চন্দ্র রায় (৩৫)।
এদিকে দূর্ঘটনার খবর পেয়ে কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ, উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক আবুল ফজল মীর।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার শেষে হাসপাতালে ভর্তি করি। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here