চৌগাছা বাজারের সড়কের ভাঙ্গা স্থানে ইট দিয়ে চলাচল উপযোগী করলেন থানা পুলিশ

0
770

মুকুরুল ইসলাম মিন্টু চৌগাছা (যশোর)ঃ যশোরের চৌগাছা পৌর সদরের গুরুত্বপূর্ণ একটি সড়কের স্থানে ইট খোয়া পিচ উঠে সৃষ্টি হয়েছে বড় গর্তের। সড়ক ও জনপদ বিভাগের এই সড়কটি দীর্ঘ দিন এই পরিস্থিতির সৃষ্টি হলেও যেন দেখার কেউ ছিলনা। মানুষের কষ্টের দিক বিবেচনা করে সড়কের ভাঙ্গা স্থানটি মেরামত করেন চৌগাছা থানা পুলিশ। রবিবার দুপুরে থানা পুলিশের ওসির নেতৃত্বে চলে মেরামত কাজ। জনকল্যানে পুলিশের এই মহৎ উদ্যোগকে সকলে সাধুবাদ জানান।
সূত্র জানায়, চৌগাছা পৌর সদরের প্রানকেন্দ্রে গুরুত্বপূর্ণ সড়কের একটি স্থানের ইট খোয়া পিচ উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। চৌগাছা বাজারের সনু ডাক্তারের মোড় নামক স্থানে সড়কটি ভাঙ্গা দীর্ঘ দিনের। গত কয়েক দিনের একটানা বৃষ্টিপাতে সেই গর্ত ব্যাপক আকার ধারন করে। বাজারে আসা মানুষের কষ্ট উঠে চরমে। প্রতি দিনই ওই স্থানে কোন না কোন দূর্ঘটনা লেগেই আছে। মানুষের কষ্টের কথা বিবেচনা করে চৌগাছা থানা পুলিশ ভাঙ্গা স্থানটি মেরামতের উদ্যোগ নেই। রবিবার দুপুরে থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিনের নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার এসআই আকিকুল ইসলামসহ অধিকাংশ দারোগা ও কনেষ্টবল এই মেরামত কাজে উপস্থিত ছিলেন। ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, বাজারের গুরুত্বপূর্ণ সড়কটির এই অংশটি ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই কিছু ইট বিছিয়ে সকলের চলাচলের উপযোগী করা হয়েছে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here