চৌগাছায় ২৮০ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক

0
1149

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ২৮০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার হাকিমপুর ইউনিয়নের দেবিপুর বাজার থেকে এই ফেনসিডিল উদ্ধার করা হয়। পিকআপ ভর্তি পেয়ারার বস্তায় করে এই ফেনসিডিলের চালন ঢাকাতে নিয়ে যাওয়া হচ্ছিলো বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিবের নেতৃত্বে এসআই শেখ শাহিনুর রহমান, এসআই সাইফুল ইসলাম, এএসআই আব্দুল কুদ্দুস, আকবার আলী শেখসহ একদল পুলিশ উপজেলার দেবিপুর বাজারে অবস্থান নেয়। এ সময় জগদীশপুর গ্রাম থেকে পেয়ারা ভর্তি একটি পিকআপ ঘটনাস্থলে পৌছালে পুলিশ সেটি থামিয়ে তল্লাসি চালায়। এসময় পেয়ারার বস্তার ভিতর থেকে ২৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। ফেনসিডিল বহনের অভিযোগে জগদীশপুর গ্রামের কালিপদ দেবনাথের ছেলে শ্রী সন্দিপ কুমার দেবনাথকে আটক করে পুলিশ। থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব জানান, পেয়ারার বস্তার ভিতরে করে ফেনসিডিল চালান হচ্ছে এমন খবরে আমরা দেবিপুর বাজারে অবস্থান করি। এরপর পিকআপ থামিয়ে ফেনসিডিল উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here