চৌগাছায় মাধ্যমিক বিদ্যালয়ে কমিটি গঠন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ

0
213

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার পছন্দের মানুষকে কমিটিতে রাখার  জন্য এই অনিয়মের আশ্রয় নিয়েছে বলে অভিযোগ। এ ঘটনায় এলাকাবাসী কমিটি গঠনের কার্যক্রম স্থগিত চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার জগদীশপুর মির্জাপুর ইসমাইল হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠনের উদ্দেশ্যে  সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক পত্রিকায় বিঞ্জপ্তি প্রকাশ করেন। গত ২৮ মার্চ তিনি যশোর থেকে প্রকাশিত একটি পত্রিকায় এই বিঞ্জপ্তি প্রকাশ করেন। এলাকাবাসীর অভিযোগ ২৮ মার্চ বিঞ্জপ্তি দিয়ে ১৪ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ তারিখ নির্ধারন করেন। তিনি (প্রধান শিক্ষক) যে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছেন সেই পত্রিকা ওই এলাকাতে যায়না। এরফলে স্থানীয়রা কোন খবর জানতে পারেনি এমনকি প্রধান শিক্ষকও কাউকে জানায়নি। অভিভাবকরা তাদের সন্তানদের নিকট থেকে বিষয়টি পরে জানতে পেরে স্কুলে হাজির হন মনোনয়ন ফরম ক্রয় করার জন্য। কিন্তু প্রধান শিক্ষক আঃ মান্নান জানিয়ে দেন মনোনয়ন ফরম সব বিক্রি শেষ আর কোন ফরম অবশিষ্ট নেই। অভিযোগকারী জগদীশপুর গ্রামের এক অভিভাবক বলেন, প্রধান শিক্ষক তার স্বার্থ হাসিলের জন্য যেনতেন করে একটি কমটি গঠন করতে চায়। এরজন্য তিনি কোন প্রচার প্রচারনা ছাড়াই তার পছন্দের ৮ জন ব্যক্তির কাছে মনোনয়ন ফরম বিক্রি করে। পরবর্তীতে আমরা জানতে পেরে ফরম কিনিতে যেয়ে না পেয়ে ফিরে আসি। নির্বাচনের মাধ্যমে সেখানে ১০ জন সদস্য নির্বাচিত হয়। কিন্তু এ বছর তিনি মাত্র ৮টি ফরম বিক্রি করেছেন। কোন নির্বাচন ছাড়াই সে কমিটি গঠনের জন্য এই পথ অবলম্বন করেছেন। আমরা অভিভাবকরা বাধ্য হয়ে প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে অবস্থান নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছি। তারা পুনরায় দিন ধার্য করে চাহিদা মোতাবেক ফরম বিক্রি করে একটি সুন্দর পরিবেশে কমিটি গঠনে সকলের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে প্রধান শিক্ষক আঃ হান্নানের নিকট জানতে চাইলে তিনি বলেন, ফরম বিক্রিতে কোন ধরনের অনিয়ম করা হয়নি। পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার পাশাপাশি এলাকায় প্রচার মাইক বের করা হয়। এমনকি প্রতিটি ক্লাসে ছাত্র ছাত্রীদের মাধ্যমেও জানিয়ে দেয়া হয়েছে। একটি মহল কমিটি গঠন নিয়ে চক্রান্ত করছে বলে তিনি জনান।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here