চৌগাছায় নকল করার অপরাধে এক দিনে সাত পরীক্ষার্থী বহিস্কার

0
367
কচুয়ার নিশ্চিন্তপুর কেন্দ্রে ৫ পরীক্ষার্থী বহিস্কার ও ২ শিক্ষককে অব্যাহতি

মুকুরুল ইসলাম মিন্টু চৌগাছা (যশোর) সংবাদদাতা : চৌগাছায় চলতি এইচএসসি’র সোমবারের পরীক্ষায় সাত পরীক্ষার্থীতে অসাধুপায় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত সকল পরীক্ষার্থী চৌগাছার পাশাপোল আমজামতলা মডেল কলেজ হতে কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে পরীক্ষায় অংশ নিয়েছিল। জানা গেছে, সোমবার কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে সকাল বিকাল দু’টি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকালে বিজনেস ইংলিশ এন্ড ম্যানেজমেন্ট ও বিকালে পরিসংখ্যান ও গনীত পরীক্ষা হয়। এ দিন সকালের পরীক্ষায় চৌগাছা মহিলা কলেজ কেন্দ্রের ভেন্যু চৌগাছা ডিগ্রী কলেজে আকস্বিক পরিদশর্নে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইবাদত হোসেন। নকল করার অপরাধে এ সময় তিনি ৩৭১৮৪৪,৩৭১৮৪৬,৩৭১৮৫২,৩৭১৮৭৯,৩৭১৮৮২,৩৭১৮৯৬ ও ৮৫৭৪৬৪ রোল নম্বরধারী ৭ পরীক্ষার্থীকে বহিস্কার করেন। বহিস্কারের বিষয়টি কেন্দ্র সচিব মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. এম মোস্তানিছুর রহমান নিশ্চিত করেন।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here