চৌগাছায় দুই গরু ব্যবসায়ী অজ্ঞান পার্টির খপ্পরে দেড় লাখ টাকা খোয়া

0
287

চৌগাছা যশোর; যশোরের চৌগাছা পশুহাটে গরু কিনতে আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন দুই গরু ব্যবসায়ী। এ সময় তাদের কাছে থাকা দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। রবিবার দুপুরে তারা অজ্ঞান পার্টির কবলে পড়েন বলে ধারনা করা হচ্ছে। দুই গরু ব্যবসায়ী বর্তমানে চৌগাছা ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, রবিবার বেলা ১১ টার দিকে ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার দুই গরু ব্যবসায়ী মিলন হোসেন ও গৌয়ুর ঘোষ চৌগাছা পশু হাটের উদ্যেশ্যে বাড়ি থেকে রওনা হয়। মিলন হোসেন উপজেলার নাটিমা গ্রামের জামির হোসেনের ছেলে এবং গৌউর ঘোষ একই উপজেলার শিবেনন্দপুর গ্রামের বদে ঘোষের ছেলে। ধারনা করা হচ্ছে দুই গরু ব্যবসায়ী চৌগাছা অথবা মহেশপুর উপজেলার কোন এক স্থানে অজ্ঞান পার্টির কবলে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই ব্যবসায়ীই অজ্ঞান অবস্থায় চৌগাছা হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্র জানিয়েছেন, রোববার দুপুরে দুই জনকে হাসপাতালের প্রধান ফটকে কে বা কারা অজ্ঞান অবস্থায় নামিয়ে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে মিলনের পিতা জামির হোসেন সাংবাদিকদের জানান, তার ছেলে গরু কেনার জন্য বাড়ি থেকে সকাল ১১ টার দিকে বের হয়। দুপুরে সংবাদ পাই তার ছেলে অজ্ঞান হয়ে চৌগাছা হাসপাতালে ভর্তি রয়েছে। তবে তারা কখন কি অবস্থায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে তা জ্ঞান না ফেরা পর্যন্ত বলা মুশকিল। তিনি জানান, তার ছেলেসহ অজ্ঞান দু’ব্যবসায়ীর নিকট দেড় লক্ষ টাকা ছিল। সমুদয় টাকা হাতিয়ে নিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। চৌগাছা হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত স্বাস্থ্যসহকারী আব্দুল হাই বলেন, একজন অজ্ঞাত ভ্যানচালক প্রথমে একজনকে অজ্ঞান অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে রেখে যায়। তার পরপরই আরেকজনকে হাসপাতালে নিয়ে আসেন অপর এক ভ্যানচালক। বর্তমানে তারা অজ্ঞান অবস্থায় আছে তাদের চিকিৎসা চলছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here