চৌগাছায় দলীয় কর্মীর হামলায় বর্তমান এমপি গ্রুপের দুই কর্মী আহত

0
269

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর)প্রতিনিধিঃ  যশোরের চৌগাছায় আওয়ামীলীগের মনোনয়ন ঘোষনার পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দলীয় মনোনয়ন ঘোষনার পর উপজেলার পাশাপোল বাজারে এমপি গ্রুপের কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় দুই সহোদর আহত হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সূত্র জানায়, রবিবার আওয়ামীলীগের মনোনয়ন ঘোষনা করা হয়। এতে যশোর-২ আসনে বর্তমান এমপি মনিরুল ইসলাম মনিরের পরিবর্তে সাবেক সেনা কর্মমর্কা ডাঃ নাসির উদ্দিনকে নৌকার টিকিট দেয়া হয়। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্রই চাপা ক্ষোভের সৃষ্টি হয়। তারই সূত্র ধরে সন্ধা ৭ টার দিকে উপজেলার পাশাপোল বাজারে এমপি গ্রুপের কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটে। আওয়ামীলীগ নেতা ও সিংহঝুলী ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিল বাদলের নেতৃত্বে তার ভাই মুসাসহ ১০/১২ জন আকস্মিক হামলা চালায়। এ সময় ধারালো কাস্তে দিয়ে কুপিয়ে তাদের আহত করে। আহতরা হলো উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা শিক্ষক আবু সিদ্দিক তরফদার ও তার ভাই হামজা তরফদার। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। আহত আবু সিদ্দিক তরফদার বলেন, আমি শিক্ষকতা করি। আমার ভাই হামজা তরফদার পাশাপোল বাজারে হার্ডওয়ারের ব্যবসা করে। সে বর্তমান এমপি মনিরুল ইসলাম মনিরের কর্মী। সন্ধ্যা ৭ টার দিকে বাদল চেয়ারম্যান ও তার ভাই আবু মুসাসহ ১০/১২ আকস্মিক ওই দোকানে হানা দেয়। আমরা কোন বুঝে উঠার আগেই তারা ধারালো কাস্তে দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তারা প্রকাশ্যে বলে আগামী কালের (আজ) মধ্যে ১০ লাখ টাকা দিবি, অন্যথায় কাউকে ছাড় দেয়া হবেনা। এ বিষয়ে সিংহঝুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহীম খলিল বাদলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিদেশ যাওয়া সংক্রান্ত একটি ঘটনায় তারা আমার মামা আব্দুল্লাহর কাছ থেকে ৮ লাখ টাকা জোর করে আদায় করে নেয়। এই টাকা চাইতে সেখানে যাওয়া হয়েছে মাত্র, কোন মারধরের ঘটনা ঘটেনি।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here