চৌগাছায় একটি জনগুরুত্বপূর্ণ সড়ক কেটে ফেলেছে কতিপয় অসাধু ব্যক্তি

0
466

খবর৭১ /চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছার ঝাওতলা থেকে জামিরা সড়কের জামিরা প্রাইমারি স্কুল ও ঋষিপাড়া সংলগ্নে প্রায় ১’শ ২০ ফিট রাস্তার একপাশ কেটে ফেলে ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় কতিপয় অসাধু লোকজন এই রাস্তা কেটে চরম ক্ষতি সাধন করে বলে স্থানীয়রা অভিযোগ করেন। এ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা।
সূত্র জানায়, উপজেলার ঝাওতলা থেকে জামিরা সড়কের উভয় পাশে পাকাকরণের কাজ সম্পন্ন হয়েছে। শুধুমাত্র জামিরা প্রাইমারি ও ঋষিপাড়া সংলগ্নে পাকাকরণের কাজ হবে বলে এলাকাবাসি জানিয়েছে। ইতোমধ্যে ওই স্থানে ইটফেলা হয়েছে। কিন্তু এরমাঝে জামিরা গ্রামের মৃত অমেদ আলীর ছেলে ফরহাদ ও তার চাচা আজগর আলী রাস্তাটির একপাশে কেটে ক্ষতি সাধন করে। স্থানীয়রা জানান, ইয়াকুব আলীর বাড়ীর সামনে থেকে ঋষিপাড়া পর্যন্ত রাস্তার এক ধার দিয়ে ব্যাপক কাটা হয়। রাস্তার ভিতর জমি আছে এই মর্মে তারা কোন মাপ ছাড়ায় এই কাজটি করেছে। গ্রামের কয়েকজন জানান, বহুবছর ধরে রাস্তাটি দিয়ে সকলে চলাছল করে আসছে। হঠাৎ করে তারা রাস্তা কেটে ফেলবে তা আমরা ভাবতে পারিনি। রাস্তাটি কাটার ফলে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থ্যা নিতে উর্ধ্বতন কর্তপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসি। এ বিষয়ে ফুলসারা ইউনিয়নের চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, রাস্তাটি সরকারি। অন্যায়ভাবে সরকারি রাস্তা কেউ কাটতে পারেনা। এ বিষয়টি আমি অবশ্যই গুরুত্বের সাথে দেখব।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here