চৌগাছায় উদ্ভাবনী মেলা ও প্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণ শীর্ষক সেমিনার

0
438

মুকুরুল ইসলাম মিন্টু চৌগাছা (যশোর)ঃ যশোরের চৌগাছায় স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকতা মারুফুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন সাইনটিস্ট ড. আব্দুল কাশেম, ড. সেলিম খান, ড. সুলতানা আঞ্জুমান আরা খানম ও মোঃ মোতালেব, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রইচ উদ্দিন প্রমুখ। এ সময় বক্তরা বলেন, বিজ্ঞান শিক্ষায় যে দেশ যত উন্নত, সেই দেশ বিশ্বে তত সমৃদ্ধ। বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ে আমাদেরকে গভীরভাবে মনোযোগ দিতে হবে। নতুন নতুন বিষয়ে গবেষণার মাধ্যমে উদ্ভাবন সৃষ্টি করে দেশ ও মানুষের কল্যানে কাজ করতে হবে। এ সময় অন্যানের মধ্যে প্রাণী সম্পদ কর্মকর্তা প্রভাষ কুমার গোস্বামী, পল্লী বিদ্যুতের ডিজিএম দেব কুমার মালো, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার বিশ্বজিৎ বিশ্বাস, প্রভাষক প্রণয় কুমারসহ স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রজেক্টরের মাধ্যমে বিজ্ঞান বিষয়ে নানা তথ্য ও ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। শেষে অতিথিবৃন্দ উদ্ভাবনী মেলার স্টল ঘুরে দেখেন।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here