চৌগাছার ধুলিয়ানী ইউনিয়নে প্রায় দেড় কোটি টাকার বাজেট ঘোষনা

0
305

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছার ধুলিয়ানী ইউনিয়নে ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট ঘোষনা করা হয়েছে। প্রায় দেড় কোটি টাকার বাজেট ঘোষনা করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এক আনন্দঘোন পরিবেশে এই বাজেট ঘোষনা করা হয়। বাজেট ঘোষনা পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবাদত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা নির্মল কান্তি কর্মকার, ইউপি সচিব নজরুল ইসলাম, আ’লীগ নেতা দেলোয়ার হোসেন দুলু, ইউপি সদস্য শাহিনুর রহমান, আব্দুর রশিদ, মগরেব আলী, নার্গিস পারভীন প্রমুখ। এ সময় ফিরোজ হোসেন, মামুনুর রহমান, সাবিনা খাতুন, মশিয়ার রহমানসহ সংশ্লিষ্ঠ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান আগামী অর্থ বছরের জন্য প্রায় দেড় কোটি টাকার বাজেট পেশ করেন। বাজেটে সার্বিক আয় ধরা হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৮৯ হাজার ৮শ টাকা। আর উন্নয়ন ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৬৯ হাজার ৪শ টাকা। উর্দ্বৃত্ত আছে ২০ হাজার ৪শ টাকা। এ সময় তিনি বাজেট বাস্তবায়নের ইউনিয়নবাসির সার্বিক সহযোগিতা কামনা করেন। বাজেট ঘোষনা শেষে উপস্থিত সহ¯্রাধিক ব্যক্তির মাঝে ইউনিয়ন পরিষদের পক্ষ হতে ইফতার বিতারণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here