চেয়ারম্যানপদে ২জন, ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জনের মনোনায়নপত্র প্রত্যাহার

0
261

জোহরুল ইসলাম,নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপদে ২জন, ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জন মনোনায়নপ্রত্র প্রত্যাহার করেছেন। সহকারী রিটানিং অফিসার সূত্রে জানাগেছে, ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নাচোলে চেয়ারম্যানপদে ২জন, ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জন মনোনায়নপত্র প্রত্যাহার করেছেন।মনোনায়নপত্র প্রত্যাহার প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম (সুউডেন হাজী), স্বতন্ত্র প্রার্থী আমানুল্লাহ আল মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী রাশিদা খাতুন তাদের মনোনায়নপত্র প্রত্যাহার করেন। আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্র্থী আব্দুল কাদের, স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম, আওয়ামীলীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম, আদিবাসী নেতা বিশ্বনাথ মাহাতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মজিবুর রহমান, যুবনেতা রেজাউল করিম বাবু, সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, মতিলাল মন্ডল,ও ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ শোভন, জাপা সমর্থিত হাফিজুর রহমান সাবেক ছাত্রলীগ নেতা গোলাম বারেকী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, উপজেলা মহিলালীগের সভানেত্রী রঞ্জনা বর্মন ও উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর শামিমা ইয়াসমিন লিপি নাচোল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নাজমা খাতুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন। ৮মার্চ প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করা হবে। আগামী ২৪ মার্চ নির্বাচনে ১লক্ষ ৬হাজার ৬’শ ২০জন ভোটার ৫৫টি ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here