চুয়াডাঙ্গায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

0
241

চুয়াডাঙ্গা প্রতিনিধি (১২-০৪-১৮): চুয়াডাঙ্গায় মহাসিন হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিজ্ঞ বিচারক জাকির হোসেন খান এ আদেশ দেন।

মামলার বিবারণে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মহাসিন আলি ২০১৪ সালের ১৬ জানুয়ারি সকাল ৯ টার দিকে নিজ বাড়িতে অবস্থান করছিল। এ সময় আসামী জয়নুর,ওয়াজ, ছোটবুড়ো,কুদ্দস ও লতিফসহ ১৪/১৫ জন দলবদ্ধ হয়ে মহসিনের উপর দেশীয় অস্ত্রদিয়ে হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাকে দামুড়হুদার চিৎলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফাড করা হয়। পরের দিন ১৭ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থার মারা যায়। ওই দিনই মহাসিনের স্ত্রী ১৪জনকে আসামী করে দামুড়হুদা থানায় হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-১৩। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম ২০ জানুয়ারি ২০১৫ সালে ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে বিজ্ঞ বিচারক দন্ডবিধি ৩০২/৩৪ ধারায় আজ দুপুরে আদালতে ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড অনাদায়ে ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। একই সাথে দোষী সাবস্ত না হওয়ায় ৯ জনকে বেকসুর খালাস দেন। যাবজ্জীবন প্রাপ্তরা হলো- জয়নুর,ওয়াজ, ছোটবুড়ো,কুদ্দস ও লতিফ।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here