চুয়াডাঙ্গায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মাদকব্যবসায়ী নিহত

0
243

খবর৭১:প্রতিনিধি চুয়াডাঙ্গা (৩০-০৫-১৮): চুয়াডাঙ্গা সদরের সাতগাড়ী এলাকার মাঠে পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদকব্যবসায়ী তানজিল (৩০) নিহত হয়েছেন। মঙ্গলবার দিনগর রাত আড়াইটার (২টা ৩০মিনিট) দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সদরের সাতগাড়ি মাঠ দিয়ে একদল মাদকব্যবসায়ী মাদকের চালান নিয়ে যাচ্ছে। এ খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে পৌছানো মাত্র মাদকব্যবসায়ীরা গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দীর্ঘ ১০ মিনিট গুলি বিনিময়ের এক পর্যায়ে মাদকব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী তানজিলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। তার মরদেহের পাশ থেকে একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানার এসআই রবিউল ইসলাম ও কন্সস্টবল আব্দুস সবুর আহত হয়েছেন। নিহত তানজিল চুয়াডাঙ্গা শহরতলীর দৌলৎদিয়াড়ের মৃত রমজান আলীর ছেলে। সে এতদাঞ্চলের শীর্ষ মাদকব্যবসায়ী। তার নামে চুয়াডাঙ্গা সদর থানায় ১২টি মামলা রয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here