চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৮ বিঘা পান বরজে আগুন: ২০ লক্ষাধীক টাকার ক্ষতি!

0
310

হাফিজুর রহমান কাজল,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কেশবপুর গ্রামের মাঠে ৫ জন চাষির আট বিঘা পানবরজ আগুন পুড়ে গেছে।

পান চাষিরা বিষ্ণুপুর গ্রামের রবজেলের ছেলে সিদ্দক, স্বার্থকের ছেলে মুশারফ হাসান, মুকুলের ছেলে বাক্কা, রবগুলের ছেলে সাজ্জত ও বুড়ার ছেলে তুফা। এ ঘটনায় প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে পানচাষীরা জানান।

বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। পরে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পান বরজে কেউ না থাকায় দুপুর ৩ টার দিকে হঠাৎ মাঠের লোকজন মোশারফ হাসানের পান বরজে আগুন লাগতে দেখে মাঠে থাকা লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে।

আগুন এক বরজের চাল থেকে ৫ জনের ৮টি বরজে ছিটিয়ে পড়ে। লোকজন আগুন নেভাতে ব্যর্থ হয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষন সকল পান বরজ পুড়ে শেষ হয় যায়। কিভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারছে না।

এই অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগি পান চাষিরা জানান। পানবরজ পুড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত চাষিরা।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here