চুয়াডাঙ্গার দামুড়হুদায় শহীদ দিবসের প্রস্তুতি সভা

0
267

খবর৭১:হাফিজুর রহমান কাজল,চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙার দামুড়হুদায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সভা কক্ষে এ সভা হয়।

সভায় ইউএনও রফিকুল হাসানের সভাপতিত্বে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী প্রমুখ।

এ সময় উপজেলার সরকারি-বেসরকারি ও স্বায়ত্ত শাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান এবং প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও রফিকুল হাসান শুরুতেই সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, পৃথিবীতে আমরা একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছে তাদেরকে হৃদয়ের অন্তস্তল থেকে জানাই শ্রদ্ধা। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি এখন সারা বিশ্বে পালন করা হয়ে থাকে। তাই দামুড়হুদা উপজেলায় ও যথাযোগ্য মর্যাদায় দিসবটি পালন করতে হবে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা আলাদাভাবে কর্মসূচি পালন করতে হবে এবং সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here