চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ৩ জন আটক

0
306

প্রতিনিধি চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদায় আরজিনা বেগম নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের ছেলে ইমন আলী ওই অভিযোগ করেন। আজ রবিবার দিনগত ভোর রাতে উপজেলার জুড়ানপুর গ্রামে ওই হত্যাকান্ডের ঘটনা ঘটে। হত্যাকান্ডের ঘটনায় পুলিশ ৩জনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জুড়ানপুর গ্রামের হাসাদুলের সাথে প্রায় ২৫ বছর আগে কুষ্টিয়ার সাকধারচর গ্রামের বিল্লাল মন্ডলের মেয়ে আরজিনা খাতুনের বিয়ে হয়। পরে হাসাদুল দ্বিতীয় বিয়ে করলে তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়।
গতকাল রাতে একই কারণে তাদের মধ্যে বাগবিতন্ডডা হয়। ছেলে ইমনের অভিযোগ, গভীর রাতে তার মা আরজিনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির উঠানের একটি কুলগাছের সাথে ঝুলিয়ে রেখেছে তার বাবা। ঘটনার পর থেকে তার বাবা হাসাদুল পলাতক রয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার আহসান হাবিব জানান, আরজিনার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে । তবে, হত্যা না আত্মহত্যা ? তা ময়না তদন্তের পরই জানা যাবে।
এই ঘটনায় দামুড়হুদা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত নিহত আরজিনার শ্বশুর আব্দুল খালেক (৫৫), স্বাশুড়ী মনোয়ারা বেগম (৪৫) ও আরজিনার সতিন মনোয়ারা খাতুনকে পুলিশ আটক করেছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here