চীন সরকারের নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ

0
280

খবর৭১:চীন সরকার নতুন একজন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিয়েছে। সোমবার জেনারেল ওয়েই ফেংগিকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে দেশটি। ওয়েই ফেংগি চীনের সামরিক বাহিনীর মিসাইল ইউনিটের কমান্ডার ছিলেন। তিনি দেশটিতে ‘মিসাইল ম্যান’ বলে পরিচিত।

এদিকে, দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ওয়াংকে ই কে স্টেট কাউন্সিলর হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস। এর ফলে, দেশটির মন্ত্রীপরিষদে তিনি একজন গুরুত্বপূর্ণ সদস্য হলেন। শুধু তাই নয়, এতে ওয়াং ই-এর ক্ষমতাও বেড়ে যাবে অনেকটা।

পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চীনের সাবেক শীর্ষ কূটনীতিক ইয়াং জিয়েচির স্থলাভিষিক্ত হয়েছেন।

ইয়াংয়ের সঙ্গে মার্কিন সাবেক কর্মকর্তাদের ভালো সম্পর্ক ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য নিয়ে ক্রমবর্ধমান টানাপোড়েনের নাজুক সময়ে ওয়াংয়ের এই নিয়োগ কতটা সুবিধা বয়ে আনবে তা এখনো এটা স্পষ্ট নয়।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here