চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধে রোষানলে মার্কিন কৃষকরা

0
364

খবর৭১:যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ শুরু হওয়ায় চীনের রোষানলে পড়েছে মার্কিন কৃষকরা। বাড়তি করের বোঝার কারণে চীনা ক্রেতা না থাকায় শস্যের স্তূপ জমেছে।

অনেকেই ক্ষেত থেকে শস্য তুলছেন না।
বাজে আবহাওয়ায় তার সয়াবিন বীজ এমনিতেই ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার ওপর চীনে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় অবস্থা আরও খারাপ হয়।

যুক্তরাষ্ট্রে বড় বড় সংরক্ষণাগার সাধারণত আন্তর্জাতিক শস্য ব্যবসায়ীরাই চালান, সেখানে শস্য মজুদও করেন তারা। কিন্তু এবার তারা ক্ষতিগ্রস্ত শস্য তেমন একটা কিনছেন না।

এই পরিস্থিতিতে সয়াবিন ক্ষেতের ফসল না তুলেই তার ওপর দিয়ে ট্রাক্টর চালিয়ে দিচ্ছেন বহু কৃষক।

লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির কর্মীরা তথ্য বিশ্লেষণ করে দেখেছেন, লুইজিয়ানার ১৫ শতাংশের মতো তৈলবীজ ট্রাক্টর চালিয়ে ধ্বংস করা হয়েছে বা সেগুলোর অবস্থা এত খারাপ যে তা বাজারে তোলার উপযুক্ত নয়। মিসিসিপি ও আরকানসাসের অনেক এলাকায়ও শস্য নষ্ট হচ্ছে। নর্থ ও সাউথ ডাকোটায় শস্যের স্তূপ ঢাকা পড়েছে তুষারে।
ইলিনয় ও ইন্ডিয়ায় পশুর আক্রমণ থেকে শস্য ভরা ব্যাগ রক্ষায় লড়ছেন।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here