চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন সৈয়দপুরের মিন্টু চন্দ্র রায় হৃদপিন্ডের জটিল রোগে আক্রান্ত

0
663

মিজানুর রহমান মিলন সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
মিন্টু চন্দ্র রায় (১৮)। বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ীর ইউনিয়নের উত্তর সোনাখুলী (ডাক্তারপাড়া)। শ্রী সেমু চন্দ্র রায় এবং তরু বালা দম্পতির ছেলে মিন্টু। সে দীর্ঘদিন যাবৎ হৃদপিন্ডের রোগে ভূগছে। বিশেষজ্ঞ চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষায় তাঁর হৃদপিন্ডে কয়েকটি ছিদ্র রয়েছে বলে ধরা পড়েছে। চিকিৎসার অভাবে ধীরে ধীরে তাঁর হৃদপিন্ডের কার্যক্ষমতাও কমতে শুরু হয়েছে। দেশের ও ভারতের চিকিৎসকরা দ্রুত তাঁর হৃদপিন্ডের অপারেশনের পরামর্শ দিয়েছেন। তাঁর হৃদপিন্ডের এ জটিল অপারেশনের জন্য প্রায় চার লাখ টাকার প্রয়োজন। কিন্তু এতো বিপুল পরিমাণ টাকা যোগাড় করা তাঁর দিনমজুর বাবার একার পক্ষে অসম্ভব। তাছাড়া ইতোমধ্যে তাঁর চিকিৎসায় পরিবারের বেশ কিছু টাকা-পয়সা খরচ হয়ে গেছে। ছেলে চিকিৎসায় তাঁর হতদরিদ্র পরিবার অন্যের কাছে অনেক ঋণগ্রস্থ হয়ে পড়েছে।
এ অবস্থায় মিন্টু চন্দ্র রায়ের জীবন বাঁচাতে তাঁর পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তশালী ও সহৃদয়বান ব্যক্তিবর্গের কাছে আর্থিক সাহায্যের হাত বাড়িয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মিন্টু চন্দ্র রায়, পিতা : শ্রী সেমু চন্দ্র রায়, গ্রাম: উত্তর সোনাখুলী (ডাক্তারপাড়া), ডাকঘর: সোনাখুলী, উপজেলা: সৈয়দপুর, জেলা নীলফামারী। মোবাইল: ০১৯১৪-৭৮৩১১৫। বিকাশ নম্বর: ০১৭৪৩-৯০১৬৩৬ (ব্যক্তিগত)। ব্যাংক হিসাব নম্বর: ১৬১-১৫১-১২৮৬৫৮, ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড, সৈয়দপুর শাখা, নীলফামারী।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here