চাঁদ দেখা গেছে, বাংলাদেশে ঈদ ২২ আগস্ট

0
225

খবর৭১ঃ বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২২ আগস্ট পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

রোববার বাদ মাগরিব ধর্মমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ধর্মমন্ত্রী মতিউর রহমান এই ঘোষণা দেন।

এর আগে সৌদি আরবের আকাশে শনিবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ২০ আগস্ট মঙ্গলবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পরদিন ২১ আগস্ট সেখানে ঈদুল আজহা পালন করা হবে।

শনিবার দেশটির সর্বোচ্চআদালত জানিয়েছেন, ১২ আগস্ট (রোববার) হচ্ছে জিলহজ মাসের প্রথম দিন। অর্থাৎ জিলকদ মাসের শেষ দিন হচ্ছে ১১ আগস্ট (শনিবার)।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ এসব তথ্য জানায়।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here