চলতি অর্থবছরে রাজস্ব আদায় ইতিবাচক প্রবৃদ্ধির লক্ষণ : অর্থমন্ত্রী

0
577
চলতি অর্থবছরে রাজস্ব আদায় ইতিবাচক প্রবৃদ্ধির লক্ষণ : অর্থমন্ত্রী

খবর৭১ঃ অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেছেন, চলতি ২০১৯-২০ অর্থবছরের রাজস্ব আদায় আগের অর্থবছর ২০১৮-১৯ এর চেয়ে বেশি। রাজস্ব আদায়ে সরকার প্রতি বছর বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কতৃপক্ষ তা পূরণের চেষ্টা করে।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) বৈঠকের পর সাংবাদিকদের তিনি ‘চলতি অর্থবছরে রাজস্ব আদায় আগের অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ১২ হাজার কোটি টাকা বেশি’বলে মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে কামাল বলেন, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক গুলোর শীর্ষ ব্যবস্থাপকদের নিয়োগ দেয়া হচ্ছে।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক গুলোর জন্য এ জাতীয় বিধান কার্যকর করা হলে ব্যাংকিং খাত আরও ভালো হবে তিনি উল্লেখ করেন।

আমরা বিদ্যমান ব্যাংক কোম্পানি আইনে কিছু বিধান সংশোধন করার পদক্ষেপ নিয়েছি। আমি এখনও খসড়া সংশোধনীটি দেখিনি। খসড়ার পরে, আমরা এটি মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করবো। মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে। এর পর এটি অনুমোদনের জন্য সংসদে পেশ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here