চলচ্চিত্র পরিচালক সমিতির ভোটগ্রহণ চলছে

0
562

খবর ৭১ঃ উৎসবমুখর পরিবেশে চলছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০১৯-২০ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ। শুক্রবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় এফডিসিতে (বাংলাদেশ চলচিত্র উন্নয়ন করপোরেশন) ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এবারের নির্বাচনে ১৯ পদের জন্য মোট ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দু’টি প্যানেলে মোট ৩৮ জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন প্যানেলে ১৯ জন এবং বাদল খন্দকার-বজলুর রাশেদ চৌধুরী প্যানেলে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। মোট ভোটার ৩৬১ জন।

২০১৬ সালের নির্বাচনে তিনটি প্যানেল অংশ নেয়। প্যানেলগুলো হলো- আমজাদ হোসেন-জাকির হোসেন রাজু, মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন ও সোহানুর রহমান সোহান-রায়হান মুজিব। এর মধ্যে মুশফিকুর রহমান গুলজার সভাপতি ও বদিউল আলম খোকন মহাসচিব পদে নির্বাচিত হন। দুই বছর পরপর ডিসেম্বরের শেষ শুক্রবার সংগঠনটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার থাকলেও এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তা পিছিয়ে ২৫ জানুয়ারি নির্ধারণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here