ঘোড়ার গাড়িতে নেচে-গেয়ে ঈদুল ফিতর লোহাগড়ার প্রাক্তন ছাত্ররা উপভোগ করলো

0
706

ইকবাল হাসান,লোহাগড়া(নড়াইল)
ঘোড়ার গাড়িতে চড়ে বাজনার তালে তালে নেচে-গেয়ে শহর ঘুরে ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করলো প্রাক্তন ছাত্ররা। নড়াইলের লোহাগড়ার এসএসসি ব্যাচের ছাত্ররা রোববার বন্ধুদের নিয়ে নানা আয়োজন করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার সকালে লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের ২০০২ সালের এসএসসি ব্যাচের ছাত্ররা ব্যান্ডের তালে তালে নেচে-গেয়ে ঘোড়ার গাড়িতে চড়ে লোহাগড়া শহর প্রদক্ষিণ করে। পরে তারা প্রাণপ্রিয় বিদ্যাপীঠ লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে সমেবেত হয় এবং দুপুরে জনপ্রিয় নিরিবিলি পিকনিক স্পটে শিক্ষকদের সংবর্ধনা, স্মৃতিচারণ মূলক আলোচনা সভা, র‌্যাফেল ড্র, খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে শিক্ষক প্রভাত চন্দ্র বিশ্বাস, শিক্ষক মুরাদ-উদ-দ্দৌলা, শিক্ষক মোঃ আলতাফ হোসেন ছাত্রদের সাথে আনন্দ উপভোগ করেন। আয়োজক কমিটির আহবায়ক মোঃ কাদেরুজ্জামান, সদস্য সচিব হোসাইন মিথুন সহ কাজী আল মামুন, সাহেদ মাহমুদ রাসেল, মিরাজ জানান, ্্্ঈদুল ফিতর উপলক্ষে শ্রদ্ধাভাজন শিক্ষকদের সাথে নিয়ে স্বপরিবারে আমরা সকল বন্ধুরা আজ আনন্দে মেতেছি। সকল বন্ধু মিলে শিক্ষকদের সাথে সময় কাটানো সত্যিই খুব স্বস্তির ও সৌভাগ্যের। কর্ম ব্যাস্ততার মাঝেও আমরা প্রমাণ করেছি আমরা আমাদের প্রাণপ্রিয় বিদ্যাপীঠ লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় এবং আমাদের কে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার কারিগর শ্রদ্ধাভাজন শিক্ষকদের ভুলি নাই। আজো যেন সেই ছাত্র বয়সের স্বাদ পাচ্ছি।এ বন্ধন অটুট থাক চিরদিন।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here