ঘোড়াঘাট পৌর ওসমানপুর হাটে সংস্কারের নামে ভোগান্তি

0
394

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর ওসমানপুর হাটে কাজের নামে কয়েকটি গলি খুড়ে রাখায় জনসাধারনের হাত পা ভাঙ্গার অভিযোগ উঠেছে। জানা যায়, গত ১৫/২০ দিন ধরে ঘোড়াঘাট পৌর ওসমানপুর হাটে গলি গুলোতে কাজ ও সংস্কারের নামে খুড়ে রাখা হয়। সেই থেকে এ পর্যন্ত কাজ ও সংস্কার না করায় হাটে আসা জনসাধারন সন্ধ্যার পর বিদ্যুৎ চলে গেলে ওই সমস্ত হাটের গলি দিয়ে যাতায়াত করার সময় প্রতিনিয়ত হাত পা ভাঙছে। এ ব্যাপারে ঘোড়াঘাট পৌর ওসমানপুর হাট ইজারাদার বাবুল মন্ডলের সঙ্গে কথা বললে সে জানান, পৌর ওসমানপুর হাটের উত্তর পার্শ্বে কাচামাল বাজার সংলগ্ন ঘোড়াঘাট পৌর থেকে কাজের নামে কয়েকটি গলি খুড়ে রাখায় হাট করতে আসা জনসাধারন ওই গলিগুলোতে পড়ে হাত পা ভাঙ্গা সহ চরম দূর্ভোগের স্বীকার হচ্ছে। এ ব্যাপারে ওসমানপুর হাটের ব্যবসায়ীরা জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষ সরেজমিনে তদন্ত করে হাটের গলি গুলো সংস্কারের জন্য জোর দাবী জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here