ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ঝিনাইদহে বৃষ্টিপাত শুরু

0
470

খবর৭১ঃ রাব্বুল ইসলাম,ঝিনাইদহ প্রতিনিধি: ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ঝিনাইদহে দুপুর ১টার সময় বৃষ্টি শুরু হয়েছে। এ সময় চারপাশে অন্ধকার নেমে আসে। শুরু হয় বৃষ্টি সেই সঙ্গে বইছে ঠান্ডা বাতাস। দীর্ঘ কয়েকদিন পর বৃষ্টি হলেও আতঙ্কে আছেন জেলার মানুষ।

শুক্রবার সকাল থেকে হালকা রোদ ও ভাপশা গরম থাকলেও দুপুর ১টা থেকে শুরু হয় ভারী আবার কখনও গুড়ি গুড়ি বৃষ্টি। সকাল থেকেই শহরের রাস্তা ঘাট ফাকা তেমন কোন লোকজন চোখে পড়েনি। জুম্মার নামাজের পর মসজিদ, মন্দির, গির্জাতে করা হয় বিশেষ দোয়া।

ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় ঝিনাইদহ জেলা প্রশাসন থেকে সবধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। সরকারি সকল প্রাকমিক বিদ্যালয়গুলো আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহুত হবে।

এছাড়াও ফায়ার সার্ভিস, স্কাউট জরুরী প্রয়োজনে উদ্ধার কাজের জন্য প্রস্তুত। সকল হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে প্রয়োজনীয় ঔষধ মজুদ রাখা হয়েছে। নগদ টাকাসহ খাদ্য প্রয়োজনী সাহায্য মজুদ রাখা হয়েছে।
খবর৭১ /জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here