ঘাটাইলে আফরোজা হত্যার প্রতিবাদে ফাঁসির দাবিতে মানববন্ধন

0
223

শফিকুল ইসলাম জয়,ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের আকন্দের বাইদ ছাবেদিয়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী মোছাঃ আফরোজা আক্তার(১৫) হত্যার প্রতিবাদে মানববন্ধন ও হত্যাকারীদের ফাঁসির দাবি করেন অত্র মাদ্রাসার শিক্ষার্থী,অভিবাবক,ম্যানেজিং কমিটি সদস্য ও স্থানীয় এলাকাবাসী। আজ ২৬ শে জুন মঙ্গলবার এ কর্মসূচির মাধ্যমে হত্যাকারীদের কঠোর বিচার চেয়ে ফাঁসির দাবি ও তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল করেন। উল্লেখ্য, গত ১৯ শে জুন সোমবার চাচার বাড়িতে দাদির কক্ষে মশার কয়েল নিয়ে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি আফরোজা। পরে এলাকায় ও আতœীয়-স্বজনের বাড়ি খোঁজ নিলে তাকে পাওয়া যায়নি। হঠাৎ ২ দিন পর বাড়ির পাশে পুকুরে আফরোজার লাশ ভাসমান অবস্থায় দেখে এলাকায় জানাজানি হয়। এলাকাবাসি সূত্রে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পেরণ করা হয়। ময়না তদন্ত রিপোর্ট অনুযায়ী আফরোজাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ হত্যায় আফরোজার মা বাদী হয়ে ঘাটাইল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় মেয়ের চাচা শহীদ মিয়াকে প্রধান আসামি ও চাচাতো ভাই আলহাজ্ব মিয়াসহ অজ্ঞাত ১০-১১ জনকে আসামী করে হত্যামামলা দায়ের করা হয়। প্রধান আসামি শহিদ মিয়া ও আলমাস মিয়াকে ২০ শে জুন রাতে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। তবে রিমান্ড মঞ্জুরের আগেই এ হত্যা ও ধর্ষণের কথা স্বীকার করে। জানাযায়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী জমি সংক্রান্ত ঝামেলাকে পুঁজি করে এ হত্যা করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকারোক্তি দিয়েছে শহিদ মিয়া ও আলহাজ্ব মিয়া। আফরোজা হত্যাকান্ডে এলাকায় বইছে শোকের মাতম। হত্যার প্রতিবাদে হত্যাকারিদের ফাঁসির দাবি জানিয়ে কান্না বিজরীত কন্ঠে আফরোজার মা ও বোন বলেন, আমার মেয়ের হত্যাকারীদের ফাঁসি চাই। এছাড়াও বিচারের দাবি করে অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব এসকান্দর হক বলেন, আফরোজার মতো দেশের আর কোন আফরোজারা যেন হত্যার স্বীকার না হয়। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি চাই। এছাড়াও হত্যাকারীদের ফাঁসির দাবি করেন মেয়ের মামা, আকন্দের বাইদ ছাবেদিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক আঃ মজিদ মাষ্টার ও আঃ হামিদসহ স্থানীয় এলাকাবাসী।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here