গোলান মালভূমি দখলে মার্কিন স্বীকৃতি চায় ইসরাইল

0
235

খবর৭১ সিরিয়ার অধিকৃত গোলান মালভূমির অংশকে ইসরাইলের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে তেল আবিব এবার মার্কিন প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করছে। অধিকৃত জেরুজালেমে আমেরিকা তার দূতাবাস স্থানান্তর করার পর ইসরাইল এবার গোলান মালভূমি বিষয়ে ওয়াশিংটনের স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে।

বুধবার রয়টার্সকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইসরাইলের গোয়েন্দামন্ত্রী ইয়েসরাইল কাটজ বলেন, গোলান মালভূমির ইস্যুটি ওয়াশিংটনের সঙ্গে আলোচনার ক্ষেত্রে এজেন্ডার প্রথমে রয়েছে।

তিনি বলেন, আমেরিকা অধিকৃত গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দিলে তা হবে ইরানের জন্য একটি সতর্কবার্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইরান বিরোধী তৎপরতায় এ পদক্ষেপ নতুন মাত্রা যোগ করবে বলেও তিনি দাবি করেন।

তিনি আরো বলেন, চলতি বছর আরো কয়েক মাস পরে ওয়াশিংটনের পক্ষ থেকে এ সংক্রান্ত সিদ্ধান্ত আসতে পারে। তবে কাটজের দাবির বিষয়ে মন্তব্য করতে হোয়াইট হাউজের একজন কর্মকর্তা অস্বীকৃতি জানিয়েছেন। সূত্র: পার্স টুডে
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here