গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ পাট বীজসহ কালোবাজারি আটক

0
369

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরের মদিনা সীডের গোডাউন থেকে ১ হাজার বস্তা ভারতীয় বিভিন্ন কোম্পানীর মেয়াদুত্তীর্ণ পাট বীজ জব্দ ও গোডাউন মালিক মুকুল মিঞাকে আটক করেছে প্রশাসন।
জানা যায়,শনিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার- শীলাব্রত কর্মকারের নেতৃত্বে বিজিবির ২৯ ব্যাটালিয়ান- দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক- রেজা আহমেদ ও গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ- মজিবুর রহমান গোপন খবরের ভিত্তিতে এ অভিযান চালান। এতে ঐ গোডাউন থেকে প্রায় ১ কোটি টাকার মেয়াদুত্তীর্ণ ভারতের বিভিন্ন কোম্পানির পাট বীজ জব্দ করেন। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ- মজিবুর রহমান জানান, পৌরসভার গরুহাটি সংলগ্ন মদিনা সিডের গোডাউন থেকে পাট বীজের বস্তাগুলো জব্দ করা হয়। এসব ভারতীয় পাট বীজ চোরাই পথে পাচার করে এনে অধিক মুনাফার আশায় গুদামজাত করে রেখেছিল কালোবাজারীরা। তিনি আরো বলেন, জব্দকৃত পাট বীজগুলোর আনুমানিক বাজার মুল্যে ধরা হয়েছে ১ কোটি টাকা।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here