গোবিন্দগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে চালক নিহত

0
288

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে আব্দুর রহমান (৫৪) নামে অটোরিক্সার চালক নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে উপজেলার কাটাখালী ব্রিজ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঢাকা থেকে রংপুরগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা- মেট্রো- ব- ১৪- ৭৮৯০) উক্ত স্থানে পৌঁছিলে এর বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সা চালিত সিএনজি’র মূখোমূখী সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে- মুচড়ে গেলে চালক আব্দুর রহমান গুরুতরাহত হয়। স্থানীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এসময় ঢাকা থেকে রংপুরগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা- মেট্রো- ব- ১৪- ৭৮৯০) উক্ত স্থানে পৌঁছিলে এর বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সা চালিত সিএনজির মূখোমূখী সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে- মুচড়ে যায়। এতে সিএনজিটির চালক আব্দুর রহমান গুরুতর আহত হলে স্থানীরা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত ডাক্তার আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুর রহমান পৌর শহরের মৃত নুরুল ইসলামের পুত্র। ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করেছে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ- আকতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here