গোবিন্দগঞ্জে গুলি-পিস্তুলসহ ৪ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

0
248

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৭ রাউন্ড তাজা গুলি, ম্যাগজিন, বিদেশী পিস্তুলসহ ৪ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলা হতে দিনাজপুরের ঘোড়াঘাটগামী সড়কের কাটামোড় নামক স্থানে নাবিল পরিবহণের একটি বাসে তল্লাশী চালিয়ে একটি বিদেশী পিস্তুল, ৭ রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ কাওছার আলম নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করে। তার স্বীকারোক্তি মূলে আরো ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। অস্ত্র ব্যবসায়ী কাওছার আলম দিনাজপুরের বিরামপুর উপজেলার রনগাঁও গ্রামের ছানোয়ার হোসেনের পুত্র। অন্যান্যরা হলো- একই উপজেলার দাউদপুর জোলাপাড়া গ্রামের দছিম উদ্দিনের পুত্র হাবিবুর রহমান ওরফে মানিক, বগুড়ার শাহজাহানপুর উপজেলার খাদাস তালুকদারপাড়া গ্রামের আবুল হোসেনের পুত্র শ্যামল হোসেন ও সেলিম মিঞা।
বিয়ষটি নিশ্চিত করে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংকালে অতিরিক্তি পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল ফারুক জানান, গ্রেপ্তারকৃত     বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র, মাদক দ্রব্য, চোরা-চালানীসহ বিভিন্ন মামলা রয়েছে। এসময় তিনি আরো জানান, আসন্ন জাতীয় নির্বাচনে সহিংসতা ও নাশকতা করার উদ্দেশ্যে চক্রটি বিভিন্ন দেশ থেকে অস্ত্র আমদানী করে বাংলাদেশে এনে বিভিন্ন জায়গায় সরবরাহ করছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here