গোপালগঞ্জে ১২ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

0
431

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলা শহরের বড় বাজারে ভ্রাম্যমাণ আদালতে ১২ জন ব্যবসায়ীকে ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য ঠিক রাখতে গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আহমেদ সাব্বির সাজ্জাদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জেলা শহরের বড় বাজারের মাংসের দোকান, সবজি ও মাছের দোকান এবং বিভিন্ন পাইকারী দোকান গুলোতে নোংরা পরিবেশ, দামের তালিকা না টাঙ্গানোর কারণে এসব জরিমানা করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলেও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে ভোক্তা অধিকার সংগঠনের অতিরিক্ত পরিচালক শামীম হাসান এবং জেলা মার্কেটিং অফিসার মো: আরিফুজ্জামান উপস্থিত ছিলেন।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here