গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিনা প্রতিদ্বন্দিতায় মেয়র, এক কাপ চাও নেই !

0
272
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র, এককাপ চাও নেইmayor,rtv,rtvonline

গোপালগঞ্জ প্রতিনিধি : মেয়াদ উত্তীর্ণের দু’বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ এর বড় অংশটি হল এই কোটালীপাড়া। আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এ নির্বাচনের।
তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিনা প্রতিদ্বন্দিতায় মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ কামাল হোসেন। বিনা প্রতিদ্বন্দিতায় পৌরসভার নতুন মেয়র নির্বাচিত হওয়া নিয়ে ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়ার। কেউ কেউ বলছেন এক কাপ চাও পান করতে পারলাম না। তার আগেই পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে গেলো।
কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার আওয়ামীলীগের দলীয় প্রার্থী শেখ কামাল হোসেন জেলা নির্বাচন অফিসারের কাছে তার মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাইফ উজ্জামান শিখর, প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ সালাহউদ্দিন জুয়েল, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র জয়ধর, সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবীর, উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল বিশ্বাস, বর্তমান পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম হাজরা প্রমুখ।
এ নির্বাচনে মেয়র পদে আর কেউ মনোনয়ন পত্র দাখিল করেননি। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ কামাল হোসেন মেয়র পদে একক প্রার্থী রয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তাকেই বিনা প্রতিদ্বন্দিতায় মেয়র নির্বাচিত ঘোষণা করা হবে। শেখ কামাল হোসেন দলীয় মনোনয়ন পাবার পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন।
আওয়ামীলীগ দলীয় মেয়র প্রার্থী শেখ কামাল হোসেন বলেন, আমি কোটালীপাড়া পৌরসভাকে পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা হিসাবে গড়ে তুলব।
গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সী জানিয়েছেন, কোটালীপাড়া পৌরসভায় মেয়র পদে একক প্রার্থী হিসেবে শেখ কামাল হোসেন মনোনয়ন পত্র দাখিল করেন।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here