গোপালগঞ্জের কাশিয়ানীতে শিশু মেলার উদ্বোধন

0
270

এম শিমুল খান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু ও নারী উন্নয়নে সচেতনাতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়ে) শীর্ষক প্রকল্পে জিওবি’র আওতায় দুই দিনব্যাপী মেলা শুরু হয়েছে। শিশুদের জন্য মঙ্গলবার ও বুধবার এ মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
জেলা তথ্য কর্মকর্তা মঈনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মাঈন উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) হোসাইন মোহাম্মদ রায়হান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, কাশিয়ানী থানার পরিদর্শক মো: ফিরোজ আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: অহিদুর রহমান।
এদিকে, সোমবার বিকালে মেলার প্রস্তুুতি উপলক্ষে কাশিয়ানী উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেন জেলা তথ্য কর্মকর্তা মঈনুল ইসলাম।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here