গোদাগাড়ী উপজেলার দারিদ্র জনগোষ্ঠির মাঝে বকনা গরু বিতরণ

0
204

প্রতিবেদক গোদাগাড়ীঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দারিদ্র জনগোষ্ঠির মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় ওয়াল্ডর্ ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বকনা গরু তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতার। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার সরকার।আরো উপস্থিত ছিলেন ওয়াল্ডর্ ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির লাইভলী হুডস এপিসি টেকনিক্যাল বিশেষজ্ঞ ইফতেখার উদ্দীন আহমেদ। ওয়াল্ডর্ ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির প্রেগ্রাম অফিসার শ্যামল এইচ কস্তা প্রমখ। বক্তারা বলেন শিশুদের পুষ্টি চাহিদা পুরণ ও দারিদ্র বিমোচনে ভালো ভুমিকা রাখবে বকনা গরু। এ গরু দিয়ে পরিবারের শিশুদের লেখা পড়া চালিয়ে যেতে পারলে বাল্যবিয়ে প্রতিরোধ করা সম্ভব হবে। এ জন্য সবাইকে সচেতন করতে কাজ করে যাচ্ছে বেসরকারি দাতা সংস্থা ওয়াল্ডর্ ভিশন বাংলাদেশ। উল্লেখ্য যে হতদরিদ্র পরিবার উন্নয়ন মডেল প্রকল্পের আওতায় বকনা গরু বিতরণ করা হয়।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here