গোদাগাড়ীতে মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ অবস্থায় আটক ৫০০ গ্রাম হেরোইন ও পিস্তুল-গুলি উদ্ধার

0
209

নিজস্ব প্রতিবেদক গোদাগাড়ীঃ
রাজশাহীর গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যবসায়ী ইব্রাহিম(২৭) গুলি বিদ্ধ অবস্থায় আটক। সোমবার দিবাগত রাত ২ টার দিকে রাজশাহী জেলা পুলিশ উপজেলার শাহব্দিপুর এলাকায় মাদক বিরোধী অভিযানে বন্ধুকযুদ্ধে ইব্রাহিম গুলিবিদ্ধ হলে আহত অবস্থায় ইব্রাহিমকে পুলিশের হেফাজতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) ভর্তি করা হয়। অভিযানে পুলিশ ইব্রহিমের কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন, একটি বিদেশী পিস্তুল,৫ রাউন্ড গুলি উদ্ধার করে।এ সময় পুলিশ ইব্রহিমের সহযোগী আরিফ (১৭) ও জিয়াউল (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। রাজশাহী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আব্দুর রাজ্জাক খান বলেন, উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়ে আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি চালাই। দুপক্ষের গোলাগোলীতে ইব্রাহিম গুলিবিদ্ধ ও দুজন পুলিশ সদস্য আহত হয়। আটককৃত ইব্রাহিম গোদাগাড়ী উপজেলার মহিষাল বাড়ী গ্রামের ইসরাইল হকের ছেলে। আরিফ ও জিয়াউল এর বাড়ী দিয়াড় মানিক চক গ্রামে । তিনজনকে আসামী করে গোদাগাড়ী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন,আটককৃত ইব্রাহিম দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত। সে পুলিশের তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী । তার বিরুদ্ধে এর আগে বগুড়া,নওগাঁসহ বিভিন্ন থানায় মাদকের একাধিক মাদক মামলা রয়েছে। আটককৃত ইব্রাহিম উপজেলার চর আষাড়িয়া দহ ইউনিয়নের সদস্য (ইউপি মেম্বার) ও শীর্ষ মাদক ব্যবসায়ী জহুরুল ইসলামের ভাতিজা।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here