গোদাগাড়ীতে গানে গানে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতা

0
358

আকতারুজ্জামান
রাজশাহী গোদাগাড়ীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতা সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার পাকড়ী মিশন পাড়ায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির আয়োজনে। এ সভা হয়। বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির প্রেগ্রাম অফিসার সন্তোষ মিত্র এসময় আরো উপস্থিত ছিলেন দুই শতাধিক অভিভাবক প্রমৃখ। সভায় বাল্যবিবাহ প্রতিরোধ শিশুর প্রতি সহিংসতা ও শিশু সুরক্ষা করতে অভিভাবকরা শপথ গ্রহন করে।সভায় বক্তারা বলেন, প্রতিনিয়িত আমাদের মেয়ে শিশুরা বাল্য বিয়ের নামে নির্যাতনে শিকার হয়ে আসছে। তাই তৃণমৃল পর্যায়ে বাল্য বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে। এখন আমরা আমাদের পরিবারের কোন মেয়েকে বাল্য বিয়ে ও শিশু নির্যাতন হতে দিব না। কাউকে বাল্য বিয়ে ও শিশু নির্যাতন হতেও দিবো না। প্রয়োজনে আইনের আশ্রয় নিয়ে আমরা বাল্য বিয়ে প্রতিরোধের চেষ্টা করবো বলে জানায়।আলোচনা সভা শেষে ঐতিহ্যবাহি লোকজ সংস্কৃতি গম্ভিরার মাধ্যমে বাল্য বিয়ে ছাড়াও ইভটিজিং, যৌতুক, শিশু শ্রম, শিশু নির্যাতন সচেতনতা মূলক বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।সভায় জানানো হয় যে যদি কেউ শিশু নির্যাতন অথবা বাল্য বিয়েসহ বিভিন্ন শিশু সংক্রন্ত বিষয়ে টোল ফ্রি নম্বরে ১০৯ অথবা ১০৯৮ কল হবে।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here