গোদাগাড়ীতে এসএসসি পরীক্ষার্থী ৪ হাজার ৪৩৪ জন

0
283

গোদাগাড়ী(রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় প্রায় ৪ হাজার ৪৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে মাধ্যমিকে ছাত্র সংখ্যা ১৯৪৫ জন এবং ছাত্রী সংখ্যা ১৭৮০ জন।দাখিলে ছাত্র সংখ্যা ৩৭৯ জন ও ছাত্রী সংখ্যা ৩৩০ জন। রাজশাহীর গোদাগাড়ীতে এসএসসি পরীক্ষার্থীদের জন্য তিনটি ভেন্যুতে ভাগ করে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে মূল কেন্দ্র হচ্ছে গোদাগাড়ী স্কুল এ্যান্ড কলেজ এখানে ১৬৫৩ জন পরীক্ষার্থী,উপ কেন্দ্র কাঁকনহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮২২ জন ও প্রেমতুলি সুকবাসিয়া উচ্চ বিদ্যালয়ে ১০৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। মাদ্রাসার শিক্ষার্থীদের দাখিল পরীক্ষা দুইটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মহিশালবাড়ী শাহ্ সুলতান (রহ:) কামিল মাদ্রাসা হচ্ছে মুল কেন্দ্র এখানে ৪৭৫ জন শিক্ষার্থী ও উপ কেন্দ্র কাঁকনহাট ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এছাড়াও এসএসসি ভোকেশনাল শাখায় গোদাগাড়ী স্কুল এ্যান্ড কলেজে ১৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করছে। সর্বমোট গোদাগাড়ী উপজেলায় এবার এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় ৪ হাজার ৪৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।গোদাগাড়ী উপজেলা শিক্ষা অফিসার শামসুল কবির বলেন, গোদাগাড়ী উপজেলার প্রতিটি কেন্দ্র ও উপ কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য সকল প্রস্তুুতি সম্পূর্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য সকল আইন শৃংখলা বাহিনী সজাগ থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার জাহিদ নেওয়াজ।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here