গুরুত্বপূর্ণ জায়গা থেকে টাওয়ার সরাতে হাইকোর্টের নির্দেশ

0
659

খবর৭১ঃ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, কারাগার, খেলার মাঠ, ঘনবসতিপূর্ণ এলাকা এবং জনসমাগম বেশি আছে এমন জায়গা থেকে ৪ মাসের মধ্যে মোবাইলফোন কোম্পানিগুলোর টাওয়ার সরাতে বিটিআরসিকে (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে মানবদেহের জন্য মোবাইল টাওয়ারের ক্ষতিকর দিকগুলো জানতে চেয়েছেন আদালত। টাওয়ার থেকে নিঃসৃত ক্ষতিকর রেডিয়েশনের ( তেজস্ক্রিয়তা) বিষয়ে সমীক্ষা করে বিটিআরসিকে চার মাসের মধ্যে বিষয়গুলো আদালতকে জানাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

রিটকারী আইনজীবী বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, খেলার মাঠ, অফিস আদালতের ছাদে ও জনসমাগম এলাকার আশপাশের ভবনে স্থাপিত মোবাইল টাওয়ার মানুষের জন্য কী ধরনের ক্ষতি করছে তা জানতে বিটিআরসিকে সমীক্ষা চালাতে বলেছেন আদালত। পরে আগামী চার মাসের মধ্যে তার প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here