গুজরাটে বিজেপির নৈতিক পরাজয় হয়েছে: মমতা

0
432

খবর ৭১:ভারতের গুজরাট রাজ্যে টানা ছয়বারের মতো বিজয়ী হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি।

তবে এ বিজয়কে ‘বিজেপির নৈতিক পরাজয়’ আখ্যা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি গুজরাট নির্বাচনের ফলকে ‘ভারসাম্যের রায়’ বলে আখ্যা দেন এবং এমন রায়দানের জন্য গুজরাটের জনগণকে অভিনন্দন জানান।

সোমবার এক টুইটবার্তায় মমতা এ মন্তব্য করেন।

এতে তিনি লেখেন, এই সময়ে ভারসাম্যের রায় দেয়ার জন্য গুজরাটবাসীকে অভিনন্দন জানাচ্ছি। এ ফল অস্থায়ী ও মুখ রক্ষার জয়। তবে এ ফলে বিজেপির নৈতিক পরাজয় স্পষ্ট। গুজরাটবাসী সাধারণ মানুষের ওপর অত্যাচার, উদ্বেগ ও অবিচারের বিরুদ্ধে ভোট দিয়েছে। ২০১৯ সালের আগে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধল গুজরাটবাসী।

প্রসঙ্গত, এবারের গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়ে ৯৯ এবং কংগ্রেস ৮০ আসন পেয়েছে।

কংগ্রেস গত নির্বাচনের চেয়ে ১৯ আসন বেশি পেয়েছে। অন্যদিকে বিজেপি গত নির্বাচনের চেয়ে ১৬ আসন কম পেয়েছে।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here