গাজায় যুদ্ধাবস্থা নিরসনে অস্ত্রবিরতিতে সম্মত হামাস ও ইসরায়েল

0
459

খবর৭১:হামাস-ইসরায়েল চুক্তির প্রতিবাদে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আভিগডোর লিবারম্যান। গাজায় যুদ্ধাবস্থা নিরসনে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছিল হামাস ও ইসরায়েল।

এ পদত্যাগ ইসরায়েলের সরকারে অভ্যন্তরে অস্থিরতার বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা।
সম্প্রতি ফিলিস্তিনিদের ছোড়া রকেটের জবাবে গাজায় ইসরায়েলের বোমা হামলায় ৮ জন নিহত হওয়ার পর হামাসসহ অন্যান্য ফিলিস্তিনি দলগুলো মিসরের মধ্যস্থতায় একটি অস্ত্রবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দেয়। হামাস জানায়, তারা অস্ত্রবিরতি মেনে চলবে যদি ইসরাইলও একই কাজ করে।

তবে হামাসের সঙ্গে সাময়িক অস্ত্রবিরতি মেনে নেওয়ার ইসরায়েলি মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন লিবারম্যান।

তিনি বলেন, এতে করে “সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ করা হচ্ছে। ”

তিনি নেতানিয়াহুর কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেওয়ার ৪৮ ঘণ্টা পর তা কার্যকর হবে। আর এর সঙ্গে সঙ্গে তার কট্টর-ডান বেইতেনু দলও জোট সরকার থেকে বেরিয়ে যাবে বলে জানা গেছে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here