গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে ৩৭ ফিলিস্তিনি নিহত

0
297

খবর ৭১: ফিলিস্তিনের পবিত্র শহর জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনকে কেন্দ্র করে গাজা সীমান্তে ইসরায়েলি সেনাদের গুলিতে কমপক্ষে ৩৭ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ জানিয়েছে, বিক্ষোভকারীরা সীমান্তের কাঁটাতার ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করছিল। ওই সময় তাদের ওপর গুলি চালায় ইসরায়েলি সেনারা। গুলিতে ৩৭ জন নিহত হয়েছেন।

হামাসের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সোমবার ইসরায়েলি সেনাদের গুলিতে নিহতদের মধ্যে ১৪ বছরের এক কিশোরও আছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০০ জন।

সোমবার জেরুজালেম মার্কিন দূতাবাসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার কথা। যা ফিলিস্তিনের জনগণকে ক্ষুদ্ধ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ও তার স্বামী জারেড কুশনার উপস্থিত থাকবেন বলে জানিয়েছে বিবিসি।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস মার্কিন দূতাবাস উদ্বোধনের বিরুদ্ধে গাজা ও পশ্চিম তীরের জনগণ গত ছয় সপ্তাহ ধরে ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ স্লোগানে বিক্ষোভ করেছে।

বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫০ জনের বেশি ফিলিস্তিনি নাগরিক ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন। কয়েক হাজার আহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here