গাইবান্ধা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

0
1382
গাইবান্ধা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খবর৭১ঃ

স্থানীয় শ্রমিক সংগঠনের বিরুদ্ধে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ এনে গাইবান্ধা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি।

শনিবার (৬ জুলাই) সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি।

বিকেলে আলহামরা কাউন্টার ম্যানেজার হারুন মিয়া জানান, দিনভর গাইবান্ধা থেকে ঢাকাগামী কোনো বাস ছেড়ে যায়নি। তবে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল করছে।

গাইবান্ধায় কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢাকাগামী আলহামরা, এসআর, শ্যামলী, হানিফ, অরিনসহ সব বাস টার্মিনালে পড়ে আছে। বন্ধ রয়েছে বাস কাউন্টারগুলো।

এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে বাস না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন আবার কেউ কেউ অতিরিক্ত টাকা খরচ করে বিকল্প যানবাহনে ঢাকা যাওয়ার চেষ্টা করছেন।

বাস মালিক সমিতির অভিযোগ, স্থানীয় শ্রমিক সংগঠন গাইবান্ধা বাস টার্মিনাল থেকে ঢাকাগামী প্রতিটি বাস থেকে ৩৬০ টাকা করে নেওয়ার কথা থাকলেও তারা ৪৪০ টাকা করে আদায় করছেন। এছাড়া পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জেও অতিরিক্ত ৫০ টাকা চাঁদা আদায় করা হচ্ছে।

গাইবান্ধা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বলেন, উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি  নিরসনের চেষ্টা চলছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here