গাইবান্ধায় ১৬ জনের মনোনয়নপত্র বাতিল

0
510

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে দাখিলকৃত ৬৪ জনের মধ্যে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা।
রবিবার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই অন্তে এসব মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিলকৃতরা হলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) প্রার্থী আব্দুর রাজ্জাক সরকার স্বতন্ত্র প্রার্থী এবিএম মিজানুর রহমান, জয়নাল আবেদিন (সাদা), আব্দুর রহমান, আফরুজা বারী ও এমদাদুল হক নাদিম। গাইবান্ধা-২ (সদর) স্বতন্ত্র প্রার্থী একেএম রেজাউল কবীর, মকদুবর রহমান সরকার ও ওয়াহেদ মুরাদ। গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) জাতীয় পার্টি (এ) প্রার্থী মনজুরুল হক সাচ্চা বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী তৌফিকুল আমিন মন্ডল টিটু, আমিনুল ইসলাম ও আবু জাফর জাহিদ। গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) স্বতন্ত্র প্রার্থী জামায়াতে ইসলামীর জেলা আমির ডা. আব্দুর রহিম সরকার। গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) বিএনপি নেতা নাজেমুল ইসলাম প্রধান বলে জেলা রিটানির্ং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here