গাইবান্ধায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

0
346

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপণ উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার সূর্য়্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১বার তোপধ্বনীর দিবসটি উদযপনের শুভ-সূচনা করা হয়। পরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি এমপি, এসময় ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান- আতাউর রহমান সরকার আতা, জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা, জেলা পুলিশ সুপার- আব্দুল মান্নান মিঞা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন সমূহ পৃথক পৃথকভাবে নানান কর্মসূচী পালন করেছে।
এদিকে, সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রত্যুশে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন প্রবাসী কল্যাণ ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, উপজেলা নির্বাহী অফিসার- সোলেমান আলী, থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন সমূহ পৃথক পৃথকভাবে দিনব্যাপী নানান কর্মসূচী পালন করেন।
উল্লেখযোগ্য কর্মসূচীর মধ্যে ছিল, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারে সংবর্ধনা, কুচ-কাওয়াজ, খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগীতা, মুক্তিযুদ্ধ ভিক্তিক চলচিত্র প্রদর্শন, মসজিদ- মাদ্রাসা, এতিমখানাসহ উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ও উন্নতমানের খাবার পরিবেশন।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here