গণমানুষকে সঙ্গে নিয়ে সংগ্রাম গড়ে তোলা সময়ের দাবি: সিপিবি

0
345

খবর৭১:বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), চট্টগ্রাম জেলা আয়োজিত সমাবেশে নেতারা বলেছেন, ‘লুটপাট, সাম্প্রদায়িকতা, দুর্বৃত্তায়িত রাজনীতির অবসানের জন্য বৃহত্তর বাম বিকল্প গড়ে তুলতে কমিউনিস্ট পার্টির কোনও বিকল্প নেই। সেজন্য গণমানুষকে সঙ্গে নিয়ে শক্তিশালী সংগ্রাম গড়ে তোলা এখন সময়ের দাবি।’
পার্টির ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৬ মার্চ) এ সমাবেশের আয়োজন করা হয়।

তারা বলেন, ‘একটি সাচ্চা দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে ব্রিটিশ শোষণের বিরুদ্ধে, পাকিস্তানি শোষণের বিরুদ্ধে ঐতিহাসিক সংগ্রাম রচনা করেছিল সিপিবি। মহান মুক্তিযুদ্ধের সংগ্রামেও গেরিলা বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছিলেন কমিউনিস্ট পার্টির সদস্যরা। এ দেশের স্বাধীনতার ইতিহাসে কমিউনিস্ট পার্টি এক অবিচ্ছেদ্য অংশ।’

জেলা পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল নবীর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য রাখেন– কেন্দ্রীয় পার্টির সদস্য মৃণাল চৌধুরী, জেলা পার্টির সাধারণ সম্পাদক অশোক সাহা, জেলা পার্টি নেতা কানাই দাশ, মছিউদৌলা, অমৃত বড়ুয়া, রেখা চৌধুরী, নুরুচ্ছাফা ভুঁইয়া, সেহাব উদ্দীন সাইফু প্রমুখ।

চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে একটি সুসজ্জিত মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here