খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

0
473

খবর৭১ঃ লক্ষ্মীপুরের রায়পুরে ছাদে রেলিং না থাকায় খেলা করতে গিয়ে অনিকা নামের (৩) এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে শহরের আদম ব্যবসায়ী গাজি মাহমুদ কামালের মালিকানাধীন গাজি কমপ্লেক্সের ১২ তলা ভবনে এ ঘটনা ঘটেছে।

নিহত শিশু অনিকা রায়পুরের নতুনবাজার এলাকার ব্যবসায়ী নেয়ামত মিয়ার কন্যা। এ ঘটনায় ভবন মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিয়েছেন বলে স্বজনরা জানান। শিশুর পরিবারে চলছে শোকের মাতম।

নিহত শিশুর বাবা নেয়ামত জানান, গাজি কমপ্লেক্সের ৬ তলায় আমার শ্বশুর মুরিহাটা এলাকার জুতা ব্যবসায়ী শরীফ হোসেনের ফ্ল্যাট রয়েছে। কয়েকবার ভবন মালিক গাজি কামালকে ফ্ল্যাটের চারপাশ রেলিং করে দিতে বলা হয়েছিল।

কিন্তু তিনি শোনেননি। শনিবার দুপুরে শিশু অনিকা তার মায়ের সঙ্গে ওই ভবনে নানা-নানিকে দেখতে যান। এক ফাঁকে সবার অগোচরে অনিকা খেলা করতে গিয়ে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। আমি গাজি কামালের বিরুদ্ধে মেয়ে হত্যার বিচার দাবি জানাই।

এ ঘটনায় গাজি মাহমুদ কামাল বলেন, ব্যস্ততার কারণে ভবনের ফ্ল্যাটের রেলিং করা হয়নি । দ্রুত রেলিংয়ের ব্যবস্থা করা হবে। শিশুটির মৃত্যুতে তার পরিবারের সঙ্গে আমিও শোকাহত।

রায়পুর থানার ওসি সোলাইমান বলেন, শিশুটির মৃত্যুতে আমরাও শোকাহত। এ ঘটনায় কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here